Tuesday, December 16, 2014

বেতালের বই

ইন্দ্রজাল কমিকস ছাড়াও ডায়মন্ড কমিকসও বেতালের বই পাবলিশ করে, ডায়মন্ড কমিকসের বেতালের বই গুলোর সফট কপি কোথায় পাবো কেউ জানালে ভালো হয়

ইন্দ্রজাল কমিকস থেকে প্রকাশিত বেতালের বই-এর লিস্ট

ইন্দ্রজাল কমিকস থেকে প্রকাশিত বেতালের বই-এর লিস্ট একটা পেলে ভালো হয়। আমার কাছে যে pdf file গুলো আছে তাঁর সঙ্গে মিলিয়ে নিতাম তাহলে। ইন্দ্রবাবুকে অনেক অনেক ধন্যবাদ আপলোড গুলোর জন্য। ছেলেবেলার দিনগুলো ফিরিয়ে দেবার জন্য

Saturday, April 5, 2014

আমি ইন্দ্রজাল কমিকসের একজন ফ্যান, বিশেষত বেতালের বইগুলোর। আমি আপনাদের আপলোড করা বেতালের বইগুলো পড়েছি। দারুণ লাগছে। ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছে। দুর্ভাগ্যবশতঃ আমার কাছে ১৭ নং (দুবৃত্তের সরাইখানা) এবং ৪৯ নং (অপরাজেয় রক্ষাকবচ) এই বই দুটোর কপি নেই। তাই যদি অনুগ্রহ করে আপলোড করেন তাহলে ভালো লাগবে।