আমি ইন্দ্রজাল কমিকসের একজন ফ্যান, বিশেষত বেতালের বইগুলোর। আমি আপনাদের আপলোড করা বেতালের বইগুলো পড়েছি। দারুণ লাগছে। ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছে। দুর্ভাগ্যবশতঃ আমার কাছে ১৭ নং (দুবৃত্তের সরাইখানা) এবং ৪৯ নং (অপরাজেয় রক্ষাকবচ) এই বই দুটোর কপি নেই। তাই যদি অনুগ্রহ করে আপলোড করেন তাহলে ভালো লাগবে।